আগরতলা: 2021-22 শিক্ষাবর্ষের জন্য ভারতের প্রথম ল এন্ট্রান্স টেস্ট শুরু হতে চলেছে। ভর্তির জন্য আবেদন পত্র গ্রহণের শেষ তারিখ 14 মার্চ। আইন করতে উৎসাহী শিক্ষার্থীরা বাড়ি থেকেই টেস্ট পরীক্ষা দিতে পারবে। এলএসএটি- ইন্ডিয়া 2021 অনলাইন রিমোট প্রক্টরড ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সক্ষম ল এন্ট্রান্স টেস্ট এর ব্যবস্থা করছে। সমস্ত শিক্ষাবর্ষের জন্য ভর্তির প্রক্রিয়া শুরু করছে…