গত ৭০ বছরে এই প্রথম অভিষেক। বিপুল আয়োজন। আমন্ত্রিতের তালিকায় ছিলেন ১০০টি দেশের রাষ্ট্রপ্রধান সহ ২,৩০০ অতিথি। সম্প্রতি এমনই একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে যুক্তরাজ্যের রাজা হিসাবে চার্লস III-এর অভিষেক হয়েছে। কিং চার্লসের মা, রানী এলিজাবেথ II-এর মৃত্যুর পর, গত বছরের সেপ্টেম্বর মাস থেকে এই বিপুল আয়োজনের কাজ শুরু হয়। তার দীর্ঘ সাত দশকের শাসনকালে প্রাক্তন ঔপনিবেশিক…